Snake plant সম্পর্কে কিছু কথা।
- লিঙ্ক পান
- ইমেল
- অন্যান্য অ্যাপ
Snake Plant সম্পর্কে কিছু কথা।
১.Snake Plant সম্পর্কে আমার প্রথম ধারণা।
২.Snake Plant লাগাতে কেমন মাটি আমি নিয়েছি।
৩.Snake Plant এর পরিচর্যা।
৪.Snake Plant Hydroponic System এর মাধ্যমে করা যায় কী?
৫.Snake Plant আর কোন কোন ভাবে চাড়া বানানো যায়।
৬.Snake Plant সম্পর্কে কিছু টিপস।
৭.Snake Plant কি ঘরের ভিতরে রাখতে পারব ?
১.Snake Plant সম্পর্কে আমার প্রথম ধারণা।
Snake Plant এর সাথে আমার প্রথম পরিচয় আমার দাদার বাগানে।তখন এর নাম জানতাম না।আমার দাদারও নাম মনে নেই।তারপর বাগান থেকে নিয়ে আমার বাগানে আনলাম ।আনার পর চার দিন পরে ছিল তারপর বাগানে লাগাই।এক দিন google করছিলাম Snake plant নিয়ে তখন নাম জানতে পারি।জেনে অবাক ই হয়েছিলাম যে snake plant এত ধরনের হয়।
২.Snake Plant লাগাতে কেমন মাটি আমি নিয়েছি।
এবার বলি snake plant লাগনোর সময় কেমন মাটি নিয়েছি।
মাটি:
মাটি আমি সাধারণত বাগানের মাটি নিয়ে থাকি এখানেও তাই করেছি।তার সাথে গোবর সার ,বালি,সিং কুচি নিয়েছি।
মাটি --- ৪০%
গোবর সার ---৩০%
বালি---২০%
সিং কুচি --- ১০%
৩.Snake Plant এর পরিচর্যা।
Snake Plant পরিচর্যা সম্পর্কে বলতে গেলে কিছুই করিনা।শুধু গাছে সপ্তাহে একবার জল দিয়ে থাকি।
৪.Snake Plant Hydroponic System এর মাধ্যমে করা যায় কী?
Snake Plant এর সম্পর্কে মজার বিষয় হলো।একে অনেক ভাবেই লাগানো যায়।অপনি মাটি তেও লাগাতে পারেন আবার Hydroponic System য়েও লাগাতে পারেন।
Hydroponic System য়ে লাগানো যায়।
Hydroponic System হল জলের উপরে গাছটি ভেসে থাকবে।শুধু গাছের নিচের অংশ জলের তলায় থাকবে।
Hydroponic System য়ে যে জল নেবেন সেটা যেকোনো জল নিতে পারেন।আবার আপনি যদি চান তাহলে Hydroponic সলিউসান ও নিতে পারেন।
৫.Snake Plant আর কোন কোন ভাবে চাড়া বানানো যায়।
Snake Plant এর চাড়া গাছের গোরা থেকে বের হয়।এছাড়া আপনি পাতা কেটে মাটি বা বালিতে পুতে দিলেও নতুন চাড়া তৈরী হয়ে যাবে।
৬.Snake Plant সম্পর্কে কিছু টিপস।
টিপস বলতে এই গাছ অত সহজে মরে না।আমি নিজের বাগানে দেখেছি গাছটি না লাগিয়ে ফেলে রেখেছি কিন্তু গাছটি মরেনি।আবার বৃষ্টিতে ফেলে রেখেছি তখনও মরেনি।
অর্থাৎ গাছের মরা বা নষ্ট হয়ে যাওয়া নিয়ে চিন্তা করবেন না।
৭.Snake Plant কি ঘরের ভিতর রাখতে পারব ।
এবার আলচনা করবো গাছটিকে রাখতে কোথায় হবে।
Snake Plant কে ঘরের ও রাখতে পারেন।আবার ঘরের বাহিরেও রাখতে পারেন কোন অসুবিধা নাই।
তবে সবাই ঘরের ভিতরে রাখে।
আমি আমার বাগানে যে ভাবে রেখেছি এবং আমার যা অভিঙ্গতা হয়েছে এই গাছটি কে নিয়ে তার উপরে ভিত্তি করে লেখা হয়েছে।যদি কোন ভুল থাকে তাহলে ভুল ধরিয়ে দেবেন।
ভালো লাগলে লাইক করেন।দয়া করে কপি বা পেষ্ট করবেন না।
ধন্যবাদ
- লিঙ্ক পান
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে বাগানের ডাইরির পাতায় স্বাগত জানাচ্ছি।