How to care Caladium

 Caladium বা রঙ্গিন কচু পরিচর্যা। Caladium বা রঙ্গিন কচু ভারতের জঙ্গলে বেরে ওঠা এক অতি সুন্দর indoor ও outdoor plant । Caladium কে লাগাতে গেলে অত বেশি যত্নের প্রয়োজন হয় না। Vermicompos Caladium মূলত ভারত বাংলাদেশ,শ্রীলঙ্কা তে পাওয়া যায়। Caladium এর অনেক গুলো রং য়ের যেমন পাওয়া যায় তেমনি অনেক ধরনের পাওয়া যায়। Caladium য়ের যে রং গুলো পাওয়া যায় সেগুলো হলো লাল ,সাদা, সবুজের উপর লাল সাদা রং ছেটান,হলুদ,ইত্যাদি। Caladium য়ের অনেক রকমের ধরনের পাওয়া যায়।যেমন---- Caladium 'Creamsicle Caladium 'White Christmas Caladium 'Miss Muffet Caladium 'Puppy Love Caladium bicolor Caladium bicolor white Caldium এর আবার বহু নাম আছে।এই নাম গুলো এক এক জাগায় এক এক রকম ।কোথাও একে caladium বলে আবার কোথাও একে angel wings ও elephant ear বলে। Caladium ভারত ও বাংলাদেশে পাওয়া গেলেও এটা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় মুলত পাওয়া যায়। Caladium এর পরিচর্যা: প্রতিবেনের শুরুতেই বলেছি Caladium লাগাতে গেলে অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। মাটি: Caladium গাছ লাগাতে গেলে মাটিতে  সব সময় জল না দারায় ও ভেজা থাকে এমন ম

Purple Heart এর পরিচর্যা।How to care purple Hart plant

 Tradescantia pallida বা Purpel Heart সম্পর্কে কিছু কথা

-------------------------------


১.Tradescantia pallida র সাথে আমার প্রথম পরিচয়।

২. Tradescantia pallida সংক্ষিপ্ত ধারনা।

৩.Tradescantia pallida কোথায় পাওয়া যায়।

৪. Tradescantia pallida অন্য নাম।

৫. Tradescantia pallida র পরিচর্যা।

৬. Tradescantia pallida কি Hydroponic system য়ে লাগানো যায়?

৭. Tradescantia pallida সম্পর্কে কিছু সতর্কতা।

৮. Tradescantia pallida শীত কালের পরিচর্যা।

৯. Tradescantia pallida বৃষ্টি দিনের পরিচর্যা।

১০.Purple Heart কি indoor plant ১১. Purple Heart চারা তৈরির নিয়মাবলী


১.Tradescantia pallida র সাথে আমার প্রথম পরিচয়।


Tradescantia pallida র সাথে আমার প্রথম পরিচয় উত্তর প্রদেশের এক বন্ধুর বাড়িতে ।Purple heart কে দেখা মাত্র প্রেমে পরে যাই।আসলে যে কেউ একে দেখলে প্রেমে পরে যাবে ।একেইতো Purple রং তার সাথে সঠিক পরিচর্যা পেয়ে আরো সুন্দর লাগছিল।কিন্তু তখন একে আমার বাগানে স্থান দিতে পারিনি।এরপর বেশ কয়েক বছর পর একদিন আমি আমার বাড়ির সামনের রাস্তায় হাটছি হঠাৎ করে আমার চোখ ঝোপে আটকিয়ে গেল দেখি আমার প্রথম ভালোবাসা জঙ্গলে পরে আছে।ব্যাস আর দেরি করিনি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে আমার বাগানে স্থান দিলাম।


 ২. Tradescantia pallida সংক্ষিপ্ত ধারনা।


এবার বলি Purple heart সম্পর্কে কিছু কথা।purple heart অতি সুন্দর একটি গাছ।এই গাছটি খুব দ্রুত বারে।তবে একে খুব একটা দেখভাল করতে হয় না।

Purple heart এর পাতা গুলোর আকৃতির জন্য একে Purple heart বলা হয়ে থাকে।এর পাতার দৈর্ঘ্য 2 থেকে ৩ ইনচি হয়ে থাকে।এই গাছের মাথাতে খুব সুন্দর তিন পাপড়ি ওয়ালা গোলাপি রংয়ের ফুল হয়ে থাকে।



৩.Tradescantia pallida কোথায় পাওয়া যায়।


Tradescantia pallida বা Purple Heart ভারতে পাওয়া গেলেও এ আদতে ভারতের গাছ নয়।Purple Heart এর আদিনিবাস মেক্সিকো,কিউবা,জামাইকা।ভারতবর্ষে একে আনা হয়েছিল হয়তো বানিজ্যিক কারণেই।তবে এ গাছ এখন সম্পুর্ণ ভারতের জলবায়ুতে বেড়ে চলেছে।


৪. Tradescantia pallida অন্য নাম।


Tradescantia pallida র রুপের যেমন বাহার আছে তেমনি নামের ও বাহার আছে। Tradescantia pallida র অনেক নাম যেমন---


Tradescantia fluminensis

Tradescantia zebrina

Purple Queen

Purple heart plants

Purple secretia


তবে সব থেকে বেশি পরিচিত নাম Purple Heart ,Purple Queen.


৫. Tradescantia pallida র পরিচর্যা।


 Tradescantia pallida বা Purple Heart এর খুব একটা পরিচর্যা দরকার পরে না।


মাটি:

Purple Heart এর মাটি খুব গুরুত্বপূর্ণ। Purple Heart এর মাটি হবে উরবর এবং একদম ঝুড়ঝুড়ে মাটি।মাটিতে যাতে জল না জমে সে দিকে লক্ষ্য রাখতে হবে।


মাটি তৈরি:


Purple Heart এর মাটিতে যেমন জল দারাতে পারবে না তেমনি আবার মাটি ভেজা থাকতে হবে।তার জন্য মাটি তৈরি করার সময় মাটি, বালি, পারলাইট, ভারমি কমপোস্ট,ও পিট মস এগুলো ব্যবহার করতে হবে।


উপকরনের পরিমান:


মাটি --৪০%

বালি --২০%

পারলাইট -- ২০%

সার --১০%

পিট মস --১০%


পিট মস মাটির আদ্রতা বজায় রাখবে।এই উপকরন গুলি দিয়ে মাটি বানালে মাটিতে জল দারাবে না এবং মাটিতে আদ্রতা বজায় থাকবে।


তাপমাত্রা:


Purple Heart এর জন্য তাপমাত্রা খুব গুরুত্বপূর্ণ।যদি বেশি গরম পরে তাহলেও খারাপ আবার খুব ঠান্ডা ও খারাপ।


Purple Heart এর জন্য মোটামুটি ১৫℃ থেকে ৩৫℃ তাপমাত্রা দরকার পরে।


জল:


Purple Heart য়ে জল খুব মেপে দিতে হবে।যদি মাটি উপর থেকে ১ ইনচি মতন শুকিয়ে যায় তখন ই জল দিতে হবে।জল যদি বেশি দেন তাহলে পচে যাবে।আর যদি কম দেন তাহলে শুকিয়ে যাবে।

গরম কালে সপ্তাহে এক বার আর বৃষ্টি র দিনে দুই সপ্তাহে এক বার জল দিতে হবে।শীত কালে জল দেওয়া যাবে না।


আলো:


Purple Heart এর পচুর পরিমানে উজ্বল আলো দরকার পরে।তবে কম আলোতেও এই গাছ ভালো ভাবে বেরে ওঠে।কিন্তু সরাসরি সূর্যের আলো লাগতে দেওয়া যাবে না তাতে পাতা জ্বলে যাবে।


সার:


এই গাছের জন্য সার দরকার পরেনা।তবুও যদি সার দিতেই হয় তাহলে গরম কালে মাসে একবার তরল সার দিতে হবে।


৬. Tradescantia pallida কি Hydroponic system য়ে লাগানো যায়?


Purple Heart Hydroponic system য়ে করা যায়।


Hydroponic system য়ে করতে হলে প্রথমে আমাদের কাচের বা Plastic এর জার নিতে হবে।


Hydroponic system য়ে জল ব্যাবহার করতে পারেন।তবে যে জল ব্যবহার করবেন সেটা পানিয় জল হলেও চলবে।বৃষ্টির জল ব্যবহার না করা ই ভালো কারন সব সময় পাওয়া নাও যেতে পারে আর তখন অন্য জল ব্যাবহার করলে গাছের সমস্যা হবে।


Hydroponics system য়ে আমরা সার হিসাবে তরল সার প্রয়োগ করতে পারি।


Hydroponic system ব্যাবহার করার সময় গাছ কে উপরি উক্ত আলো তাপমাত্রা দিতে হবে।


Hydroponic system ব্যবহার করার সময় জল তিন দিন অন্তর বদলাতে হবে।


Hydroponic system ব্যাবহার করার সময় গাছ বসানোর নিয়মাবলী


প্রথমে গাছের গাঠ যেখানে আছে সেখান থেকে গাছটি মুল গাছ থেকে কেটে নিতে হবে।তারপর গাঠের কাছে যদি পাতা থাকে তা কেটে ফেলতে হবে।এরপর গাছটিকে নিয়ে জলে বসাতে হবে।


৭. Tradescantia pallida সম্পর্কে কিছু সতর্কতা।


Purple Heart লাগাতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।


১. Purple Heart গাছে জল দিতে হবে খুব সাবধানে।

২. Purple Heart কে খুব গরম কালে ছায়াতে রাখতে হবে।

৩. Purple Heart কে এমন যায়গায় রাখতে হবে যেখানে কোন গরম হাওয়া না বের হয়।

৪. Purple Heart কে AC থেকে দুরে রাখতে হবে।



৮. Tradescantia pallida শীত কালের পরিচর্যা।


Purple Heart শীতে পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ।এই সময় গাছের বৃদ্ধি পুরোপুরি বন্ধ হয়ে যায়।খুব যদি ঠাণ্ডা পরে তাহলে যেটুকু সময় রৌদ্র পাওয়া যাবে সেই সময় টুকু রৌদ্রে রাখতে হবে।এই সময় গাছে জল দেওয়া থেকে বিরত থাকতে হবে।


৯. Tradescantia pallida বৃষ্টি দিনের পরিচর্যা।


Purple Heart বৃষ্টি সময় ও খুব ভালো ভাবে পরিচর্যা করতে হবে।এই সময় গাছে জল দিতে হলে দুই সপ্তাহে এক বার জল দিতে হবে।আর গাছটিকে কোন কিছুর নিচে রাখতে হবে যাতে বৃষ্টির জল না লাগে।


১০.Purple Heart কি indoor plant


Purple Heart কে ঘরের ভিতরেও রাখা যাবে।ঘরের ভিতরে রাখলে উজ্বল আলোতে রাখতে হবে।আর জল ১০ দিনে একবার দিতে হবে ।তবে বেশিরভাগ লোক একে বাড়ির বাইরে রাখে।


১১. Purple Heart চারা তৈরির নিয়মাবলী

Purple heart থেকে চারা করতে গেলে গাছের গাঠ শুদ্ধু ডগা কেটে নরম মাটিতে পুতে দিলে চারা তৈরি হয়ে যাবে।এছাড়াও আগের মতন ডগা কেটে জলে ডগার গোরাটা দিয়ে রাখলে ১৫ দিন পর শিকর বের হলে মাটিতে পুতে দেবেন।


Purple heart এর সব থেকে বড় শত্রু শামুক ও পাতা খাওয়া পোকা মিলিবাগ।এদের থেকে গাছকে দুরে রাখতে হবে।


আমি আমার বাগানে যে ভাবে রেখেছি এবং আমার যা অভিঙ্গতা হয়েছে এই গাছটি কে নিয়ে তার উপরে ভিত্তি করে লেখা হয়েছে।যদি কোন ভুল থাকে তাহলে ভুল ধরিয়ে দেবেন।


ভালো লাগলে লাইক করেন।দয়া করে কপি বা পেষ্ট করবেন না।


ধন্যবাদ

----;;---সব্যসাচী 




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জবা গাছের চারা করার পদ্বতি

Snake plant সম্পর্কে কিছু কথা।