How to care Caladium
Caladium বা রঙ্গিন কচু পরিচর্যা। Caladium বা রঙ্গিন কচু ভারতের জঙ্গলে বেরে ওঠা এক অতি সুন্দর indoor ও outdoor plant । Caladium কে লাগাতে গেলে অত বেশি যত্নের প্রয়োজন হয় না। Vermicompos Caladium মূলত ভারত বাংলাদেশ,শ্রীলঙ্কা তে পাওয়া যায়। Caladium এর অনেক গুলো রং য়ের যেমন পাওয়া যায় তেমনি অনেক ধরনের পাওয়া যায়। Caladium য়ের যে রং গুলো পাওয়া যায় সেগুলো হলো লাল ,সাদা, সবুজের উপর লাল সাদা রং ছেটান,হলুদ,ইত্যাদি। Caladium য়ের অনেক রকমের ধরনের পাওয়া যায়।যেমন---- Caladium 'Creamsicle Caladium 'White Christmas Caladium 'Miss Muffet Caladium 'Puppy Love Caladium bicolor Caladium bicolor white Caldium এর আবার বহু নাম আছে।এই নাম গুলো এক এক জাগায় এক এক রকম ।কোথাও একে caladium বলে আবার কোথাও একে angel wings ও elephant ear বলে। Caladium ভারত ও বাংলাদেশে পাওয়া গেলেও এটা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় মুলত পাওয়া যায়। Caladium এর পরিচর্যা: প্রতিবেনের শুরুতেই বলেছি Caladium লাগাতে গেলে অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। মাটি: Caladium গাছ লাগাতে গেলে মাটিতে সব সময় জল না দারায় ও ভেজা থাকে এমন ম...